05 Sep,18 10:29 pm
আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফ বয়স ১৯.৫ বছর। হঠাৎ একদিন আমি ঘুম থেকে উঠে যখন দাত ব্রাশ করবো তখন লক্ষ করলাম আমার মুখ রক্ত দিয়ে ভর্তি হয়ে আছে। তখন ভেবেছিলাম হয়তো কোনো কারনে মুখের ভিতর আঘাত লেগে এমনটা হয়েছিলো । তার অনেকদিন পর প্রায় ১মাস পর আবার ঘুম থেকে উঠার পর একই ঘটনা লক্ষ করলাম তখনও এতোটা গুরুত্ব দেইনি। আজ আবার ২০-২৫ দিন পর আবার ঘুম থেকে উঠার পর মুখের ভিতর থেকে থুথুর সাথে রক্ত বের হয়েছে এ নিয়ে তিন বার হলো। এটা এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছ। এটা কি সাধারন কোনো সমস্যা নাকি বড় কোনো রোগের লক্ষন? এখনি ডাক্তারের সরাপন্ন হওয়া উচিত কি? আর সবচেয়ে বড় কথা আমি ঠিক বুঝতেছিনা কোন ধরনের ডাক্তার এর চিকিৎসা নিবো দাতের ডাক্তার এর কাছে যাবো নাকি নাক, কান, গলা বিশেষজ্ঞ নাকি মেডিসিন বিশেষজ্ঞ এর চিকিৎসা নেবো?
182
আপনি একজন মেডিসিন বিশেষজ্ঞ দেখালে উপকৃত হবেন,আশা করি।
Was this ans helpful